বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

Detailed information about Mahmudur Rahman Biplob:


1. Human qualities:

• He is a white-minded person, who stands by people in their troubles and helps them.

• Mahmudur Rahman Biplob is working tirelessly to establish a peaceful society and state system for the people of the country.

• He works to show people the right path and guides them from the wrong path to the right and peaceful path.

• He comes forward and helps others in their suffering and hardships.

2. Education:

• He studied at Jahangirnagar University.

3. Professional life:

• He came to Dhaka from Jessore in 2012 and joined the job in January 2013.

• He has been working as the Head of IT in a group of companies since 2014.

• He is an expert in various technologies including Microsoft Server Administration, Cloud Administration, Cisco, Mikrotik, computer hardware, networking, security systems.

• Besides, he is also very skilled in AI (Artificial Intelligence) and IoT (Internet of Things).

4. Facebook Group “Computer Problem Solving”:

• He is the admin and founder of the famous Facebook group “Computer Problem Solving”, where he provides solutions to various computer problems for free and is benefiting millions of people.

5. Family Life:

• He is the father of a son and got married in March 2020.

6. Patriotism and Social Service:

• He is a patriot and had a remarkable role in the 5th August Student Movement.

• He is working towards establishing peace and security for the people of the country.


This gives a detailed idea about his life, work, and contributions. Mahmudur Rahman Biplob’s humanity, professional skills, and sense of responsibility towards the society are clearly reflected.

মাহমুদুর রহমান বিপ্লব সম্পর্কে বিস্তারিত তথ্য:

 মাহমুদুর রহমান বিপ্লব সম্পর্কে বিস্তারিত তথ্য:

 1. মানবিক গুণাবলী:

 • তিনি একজন সাদা মনের মানুষ, যিনি মানুষের বিপদে পাশে দাঁড়ান এবং তাদের সাহায্য করেন।

 • মাহমুদুর রহমান বিপ্লব দেশের মানুষের জন্য শান্তিযুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

 • তিনি মানুষদের সঠিক পথ দেখানোর জন্য কাজ করেন এবং ভুল পথ থেকে ফিরিয়ে সঠিক ও শান্তির পথের দিকনির্দেশনা দেন।

 • অন্য মানুষের দুঃখ-কষ্টে তিনি আগে এগিয়ে আসেন এবং সহায়তা করেন।

 2. শিক্ষা:

 • তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন।

 3. পেশাগত জীবন:

 • ২০১২ সালে যশোর থেকে ঢাকায় আসেন এবং ২০১৩ সালের জানুয়ারি থেকে চাকরিতে যোগ দেন।

 • ২০১৪ সাল থেকে একটি গ্রুপ অব কোম্পানিতে হেড অফ আইটি হিসেবে কর্মরত আছেন।

 • তিনি মাইক্রোসফট সার্ভার এডমিনিস্ট্রেশন, ক্লাউড এডমিনিস্ট্রেশন, সিসকো, মাইক্রোটিক, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, সিকিউরিটি সিস্টেম সহ নানা প্রযুক্তিতে এক্সপার্ট।

 • এছাড়া, তিনি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং আইওটি (ইন্টারনেট অব থিংস) তেও অনেক দক্ষ।

 4. ফেসবুক গ্রুপ “কম্পিউটার সমস্যা সমাধান”:

 • তিনি “কম্পিউটার সমস্যা সমাধান” নামক সনামধন্য ফেসবুক গ্রুপের এডমিন এবং প্রতিষ্ঠাতা, যেখানে তিনি ফ্রীতে কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধান দেন এবং লক্ষ লক্ষ মানুষের উপকারে আসছেন।

 5. পারিবারিক জীবন:

 • তিনি একটি ছেলের পিতা এবং ২০২০ সালের মার্চে বিবাহ করেন।

 6. দেশপ্রেম ও সমাজসেবা:

 • তিনি একজন দেশপ্রেমিক এবং ৫ অগাস্ট ছাত্র আন্দোলনে তার অসাধারণ ভূমিকা ছিল।

 • তিনি দেশের মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন।


এটি তার জীবন, কাজ, এবং অবদান সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। মাহমুদুর রহমান বিপ্লবের মানবিকতা, পেশাগত দক্ষতা, এবং সমাজের প্রতি তার দায়িত্ববোধ স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

Coke bottle vanish magic-কোক ভানিশ ম্যাজিক

Coke bottle vanish magic-কোক ভানিশ ম্যাজিক




মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

গল্পে গল্পে ম্যাজিক- Water to Ice Magic

গল্পে গল্পে ম্যাজিক- Water to Ice Magic >


গল্পে গল্পে ম্যাজিক- Water to Ice Magic

রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

হাসি দিলেই চালু হবে আপনার কম্পিউটার।


আপনার হাসিও হতে পারে অনন্য। হয়তো আপনার মতো সুন্দর হাসি কেউ হাসতে পারে না। এই হাসি দিয়েই কিন্তু ভবিষ্যতে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি। কম্পিউটারের জন্য নতুন এক ধরনের প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন গবেষকেরা। এ প্রযুক্তিতে অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা এবং মুখের বিভিন্ন ভাব চিনতে সক্ষম হবে কম্পিউটার।


বর্তমানে ক্লিক, টাইপ, সার্চ এবং সিরির মতো ভারচুয়াল সহকারী সফটওয়্যারের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে পিসি চালাতে পারেন পিসি ব্যবহারকারী।

রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে একজন ইউনিভার্সিটির স্টুডেন্টের একাডেমিক পড়াশোনার পাশাপাশি কি ধরণের প্রস্তুতি নেওয়া উচিত ?

আসসালামু 'আলাইকুম, আমার কিছু মতামত পেশ করছি, আশা করি কাজে লাগতে পারে
১। স্কিল ডেভেলপমেন্ট এর জন্য ইউনিভার্সিটির প্রথম ও দ্বিতীয় বছয় প্রোগ্রামিং কন্টেস্ট এ সময় দিলে ভালো হয়, তখন প্রোগ্রামিং এর প্রতি একটা টান তৈরি হবে এবং প্রব্লেম সলভিং এর মজাটা পাওয়া যাবে। একটা সমস্যা কে কিভাবে ছোট ছোট ভাগে ভেঙ্গে সলভ করতে হয়, কোন সময় কোন ধরণের এলগরিদম ব্যবহার করতে হয়, কখন কম্প্রোমাইজ করতে হয় ইত্যাদি বিষয়ে একটা ভালো ধারণা এই সময় তৈরি হয়। ইউনিভার্সিটি গুলোতে প্রায়ই সিনিয়ররা কিংবা স্যারেরা কন্টেস্ট সংক্রান্ত বুটক্যাম্প বা নিদেনপক্ষে গাইডলাইন সেশন করে থাকেন, সেগুলোতে অংশগ্রহন করা যেতে পারে। যারা CSE/ICT এ পড়ছেন না, তারা সাধারণত ইউনিভার্সিটি থেকে কন্টেস্ট এ অংশগ্রহণ করতে পারেন না - তাদের অনলাইন কন্টেস্ট গুলাতে সময় দিতে হবে। অনলাইন কন্টেস্ট এর জন্য কয়েকট জনপ্রিয় সাইট হলঃ topcoder, codechef, uva, hackerrank

২। এর পরের ২ বছরে একটা নির্দিষ্ট track

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

জেনে নিন কিভাবে খেলবেন ব্লু হোয়েল




 অনলাইন সুইসাইড গেমব্লু হোয়েল এই গেমের ৫০টি ধাপ। সর্বশেষ পরিণতি আত্মহত্যা। লেভেল টাস্কগুলো ভয়ংকর। গেম যত এগোবে, টাস্ক তত ভয়ংকর হতে থাকবে।
প্রথমদিকের টাস্কগুলো মজার হওয়ায় সহজেই আকৃষ্ট হয়ে পড়ে কিশোর-কিশোরীরা। কেউ খেলায় ইচ্ছুক হলে তার কাছে পৌঁছে যায় নির্দেশনাবলি। সেই মতো নির্দেশ বা চ্যালেঞ্জগুলো একে একে পূরণ করে তার ছবি পাঠাতে হয় গেম হ্যান্ডলারকে।


 


প্রথমে সাদা কাগজে তিমি মাছের ছবি এঁকে শুরু হয় খেলা। তারপর

রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

ব্লু হোয়েল - আতঙ্ক নয়, সাবধান হোন। এখনই।



অপূর্বা বর্ধন স্বর্ণা। রাজধানীর ফার্মগেট এলাকার হলিক্রস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির অমিত মেধাবী ছাত্রীটি আত্মহত্যা করেছে। পড়াশোনায় বরাবর সে ছিল ভাল। ইন্টারনেট ব্যবহারেও ছিল পটু। আত্মহত্যার কারণ হিসেবে তার পরিবার বলেছে, ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়ে সে এটা করেছে। যে গেমের শেষ ধাপটিতে গেমসটির কিউরেটর আত্মহত্যা করতে খেলোয়াড়কে প্ররোচনা দেয়।

স্বর্ণাদের সেন্ট্রাল রোডের ৪৪ নম্বর বাসার ৫বি ফ্ল্যাটে এখন স্বজনদের মাতম চলছে।


সম্ভবত এটিই বাংলাদেশে ব্লু হোয়েল গেমসের

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

পেনড্রাইভের গতি বাড়ানোর কিছু কৌশল




পেনড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশড্রাইভ নিমেষেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য স্থানান্তর করা যায়। নিয়মিত ব্যবহারে পেনড্রাইভের গতি কমতে থাকে। পেনড্রাইভের গতি কেন কমে, আর বাড়ানোর কৌশল কী? এসব তুলে ধরা হলো—

 যে কারণে গতি কমে

পেনড্রাইভের বয়স এবং নিয়মিত ব্যবহারে তথ্য স্থানান্তরের গতি প্রতিনিয়ত কমতে থাকে। কোন ধরনের তথ্য পাঠানো হচ্ছে সেটার বিবেচনায় গতি কমে। আবার কম্পিউটারের ইউএসবি পোর্ট ও পেনড্রাইভের সংস্করণের ওপর নির্ভর করে তথ্য ধীরে বা দ্রুত যায়।

ডাউনলোড করে নিন সর্ব কালের সেরা Windows & MS Office Activator


ডাউনলোড করে নিন সর্ব কালের সেরা উইনন্ডোস ও মাইক্রোসফট অফিস  এক্টিভেটর


                                                                নিচের লিংক থেকে

https://drive.google.com/file/d/0By2g9FvNPdVnYjl2S2pDOXNsTmc/view?usp=sharing



শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

অটোরান ভাইরাস পিসি থেকে ডিলিট করুন


আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের ক্ষেত্রে অটোরান ভাইরাস এক মহা সম্যসা । এর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক পদক্ষেপ নেন তবুও যেন এটি আমাদের পিছু ছাড়ে না । অটোরান ভাইরাসের কারণে অনেক সময় ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না বরং অটোরান মেনু আসে । এখন আপনার কম্পিউটার যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন ? অনেকেই এন্টিভাইরাস দিয়ে স্ক্যান দেন ! কিন্তু মজার বিষয় হল এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও বেশিরভাগ সময় ই কাজ হয় না । নিচের নিয়মটি ফলো করুন আশা করি সমাধান হয়ে যাবে ।
নিচে দেয়া কোডটি নোটপ্যাডে কপি পেষ্ট করে Autorun.bat নামে সেভ করুন ।
echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

ডিলিট_হওয়া_ফাইল_ফিরে_পেতে_চান?


মাঝে মাঝে আমরা নিজেদের ভুলে অনেক দরকারি ফাইল ডিলিট করে দেই (shift + del ).। কিন্ত আপনি যদি চান তাহলে খুব সহজে এই ডিলিট করা ফাইল recovery করতে পারবেন ।
আপনি প্রথমে চেক করতে পারেন কিছু অদরকারি ফাইল ডিলিট করে আবার Recovery করে , সফটওয়্যার টা ঠিক মত কাজ করছে কিনা, যেটা আমি করেছি।
নিচের স্টেপ গুলু অনুসরন করে আপনার দরকারি ফাইল ফিরে পেতে পারেনঃ

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

মাইক্রোসফট ওয়ার্ডের সকল কিবোর্ড শর্টকাট

মাইক্রোসফট ওয়ার্ডের সকল কিবোর্ড শর্টকাট


Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।

আসুন জেনে নেয় কীবোর্ডের_ফাংশন_কী_কোনটার_কি_কাজ


কীবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত যে কী আছে সেগুলোকে ফাংশন কি বলা হয় . এখন আসুন জেনে নেয় এই কী গুলোর কোনটা কি কাজ করে .
কীবোর্ড
F1 : সহায়তাকারী কী হিসেবে ব্যবহৃত হয় . F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘ হেল্প ‘ চলে আসে .
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের ( রিনেম ) জন্য ব্যবহৃত হয় . Alt + Ctrl + F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয় . Ctrl + F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায় .
F3 : এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয় . Shift + F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয় .

সোমবার, ১ মে, ২০১৭

নোটপ্যাডের যাদু খুব সহজে নিজেই পরিবর্তন করুন আপনার কম্পিউটারের প্রসেসরের নাম

বিসমিল্লাহিররাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমি দেখাব কিভাবে কম্পিউটারের প্রসেসরের নাম পরিবর্তন করা যায়। সাধারণত কম্পিউটারে উইন্ডোস দেয়ার পর ডিফল্টভাবে প্রসেসরের যে নাম দেয়া থাকে আপনি চাইলে তা খুব সহজেই যেকোন নামে পরিবর্তন করতে পারবেন। তাহলে দেখা যাক কিভাবে এটি করা যায় ---
প্রথমে আপনার কম্পিউটারের Notepad Software টি open করুন। তারপর নিচের Code টি হুবুহু টাইপ করুন বা Copy-Paste করুন।
Windows Registry Editor Version 5.00

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

শিশু সন্তানের কম্পিউটার-ইন্টারনেট ব্যবহারে নিন বিশেষ সতর্কতা



গ্লোবালাইজেশনের এই যুগে কম্পিউটার ও ইন্টারনেট ছাড়া লাইফ কল্পনা করা অসম্ভব। জীবনের প্রয়োজনে আমরা আমাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকেও মোবাইল, কম্পিউটার, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করতে দিচ্ছি। কিন্তু সেই ব্যবহার নিরাপদ তো?
ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পুরো পৃথিবীটাকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসতে পারছি। কিন্তু মনে রাখতে হবে, এই পৃথিবীর ভিতরে ভাল-মন্দ দুটোই আছে। সুতরাং পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় আনতে গিয়ে আপনার সন্তান খারাপ বিষয়গুলোকে হাতের মুঠোয় নিয়ে আসছে না তো? মোবাইল, কম্পিউটার, স্মার্টফোন কিংবা ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে আপনার সন্তান ভুল পথে চলছে না তো? হতেও পারে! আবার নাও হতে পারে।
তাহলে কি আপনার সন্তানকে সঠিক পথে রাখতে মোবাইল, কম্পিউটার, স্মার্টফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করতে দিবেন না? গ্লোবালাইজেশনের এই যুগে এটা একেবারেই অসম্ভব। লেখা-পড়ার প্রয়োজনেই হোক, কিংবা বাহ্যিক জ্ঞান অর্জনের জন্য। কম্পিউটার, স্মার্টফোন কিংবা ইন্টারনেট আপনাকে ব্যবহার করতে দিতেই হবে। নয়তো সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে আপনার সন্তান চলতে পারবে না। অন্যদের থেকে পিছিয়ে পড়বেই।

বুধবার, ১ মার্চ, ২০১৭

র‍্যানসামওয়্যার ঘাতক ভাইরাসের আক্রমন থেকে বাঁচতে চান?




1.Windows 7 : Safe
2.WIndows 8 : Risky 
3.Windows 10 : Safe
4.Linux / Others : Safe 
#so,
যারা Windows 8 এ আছেন তারা অতিদ্রুত আপডেট করে নিন।
#অথবা
Microsoft এর ওয়েবসাইট হতে Security Patch ডাউনলোড করে ইন্সটল করুন।

মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

উইন্ডোসের চেহারা – শুরু থেকে আজ

১৯৮৫ সালে মাইক্রোসফট, Windows 1.0 রিলিজের মাধ্যমে প্রথম তার গ্রফিক্যাল অপারেটিং সিস্টেমের সূচনা করে। সেই থেকে আজ ২০০৮ সালে এসে আমরা পেলাম ভিস্তা। দীর্ঘ ২৩ বছরে মাইক্রোসফট উইন্ডোসের অসংখ্য ভার্সন রিলিজ করেছে। কেমন ছিল পুরনো দিনের উইন্ডোসের চেহারা গুলো? ওয়েব ঘেঁটে এই পর্যন্ত রিলিজ পাওয়া সব গুলো উইন্ডোসের চেহারা (GUI) গুলোর একটা সমগ্র তৈরি করে ফেললাম।যারা উইন্ডোসের জন্ম লগ্ন থেকে উইন্ডোস ব্যবহার করতে করতে বুড়ো হয়ে গেছেন তাদের হয়ত পুরনো সেই উইন্ডোসিও স্মৃতির কথা মনে পড়ে যেতে পারে। আর যারা উইন্ডোসের অধুনা ব্যবহারকারি, তারা বুঝতে পারবেন কোন সময় গ্রাফিক্যাল কথাটা কীভাবে ব্যবহার করা হত। আমি এখানে উইন্ডোসের Major Version গুলোর সমগ্র তৈরি করেছি। Sub Version গুলো যুক্ত করিনি এবং Major Version গুলোর প্রথম প্রকাশ পাওয়া তারিখটি উল্লেখ করেছি।

Windows এর সময়রেখা 1985-2007

  • ২০ নভেম্বর, ১৯৮৫ - Windows 1.0

বুধবার, ১৮ মে, ২০১৬

কম্পিউটার হার্ডওয়ার এর গুরুত্বপুর্ণ কয়েকটি প্রব্লেম এর সমাধান (পর্ব ০২)

আচ্ছালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, আমি ও আল্লাহর রাহমাতে ভাল আছি, আমার কম্পিউটার হার্ডওয়ার প্রব্লেম সমাধান এর ২য় পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি, চলুন শুরু করা যাক

৬। কম্পিউটারের ডিসপ্লে আসার পর আর কিছু আসে না।
সমাধান- কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের ডাটা ক্যবল চেক করে দেখতে হবে। সমাধান না হলে সকল সংযোগ চেক করে দেখতে হবে। তারপরও না হলে ধরে নিতে হবে আপনার হার্ডডিস্ক নষ্ট হয়েছে কিংবা সংযোগ পাচ্ছে না।
৭। কম্পিউটারে এমএসওয়ার্ডে বাংলা লেখা যাচ্ছে না।
সমাধান- সম্ভবত আপনার পিসিতে

মঙ্গলবার, ১০ মে, ২০১৬

কম্পিউটার হার্ডওয়ার এর গুরুত্বপুর্ণ কয়েকটি প্রব্লেম এর সমাধান (পর্ব ০৩)

১১। কম্পিউটার অধিক স্লো হয়ে গেছে, যে কোন প্রোগ্রাম ওপেন হতে অনেক সময় লাগে।

সমাধান- এজন্য আপনি অপ্রয়োজনীয় কিছু প্রোগ্রাম কন্ট্রোল প্যানেল এর Add/Remove অপশন থকে রিমুভ করুন। এছাড়া সি ড্রাইভে, যেখানে ইউন্ডোজ ইন্সটল করা আছে সেখানে ইউন্ডোজ ফোল্ডার থেকে টেম্প ফাইলের সকল ফাইল ডিলীট করুন। এছাড়াও প্রিফেচ এবং হিডেন ফাইলের আইএনএফ এর সকল ফাইল ডিলীট করুন। আর সার্চ এর মাধ্যমে সকল folder.htt, desktop.ini, autorun ফাইলসমূহ ডিলীট করুন,তবে অবশ্যই Shift+Delete দিতে হবে। আশা করি আপনার পিসি অনেক ফার্স্ট হবে। পাশাপাশি অতিরিক্ত ফাইলগুলোও মুছে দিন। আরো অধিক পারফরম্যান্স পেতে র্যাম বাড়াতে পারেন। আপাতত ভার্চুয়াল মেমরী বাড়িয়ে রাখুন।
১২। কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইন্সটল করার মাঝখানে কম্পিউটার বারবার রিস্টার্ট হয় কিংবা সেটআপ অর্ধেক হয়ে আটকে থাকে।
সমাধান- এর প্রধান কারণ হচ্ছে র্যাম। আপনাকে র্যাম চেঞ্জ করতে হবে। র্যামের বাস স্পীড সামঞ্জস্যপূর্ণ না হলে ইউন্ডোজ সেটআপ হবে না।
১৩। কম্পিউটার চালু হতে বেশী সময় লাগে এবং এরর ম্যাসেজ আসে।
সমাধান- আপনার সমস্যা সমাধানের জন্য র্যাম বাড়াতে পারেন। এছাড়াও অন্যান্য ডিভাইস জনিত সমস্যা থাকতে পারে। সবগুলো চেক করে দেখুন। বায়োস থেকে পাওয়র অন সেলফ টেস্ট ডিজেবল করে দিন। অতপর সেভ করুন।

কম্পিউটার হার্ডওয়ার এর গুরুত্বপুর্ণ কয়েকটি প্রব্লেম এর সমাধান (পর্ব ০১)

কম্পিউটার হার্ডওয়্যার টিপস: আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভাল আছেন, আমি ও আল্লাহর রাহমাতে ভাল আছি,  আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি,আজ আমি আপনাদেরকে কম্পিউটারের

কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো,
যদি এর আগে কেউ করে
থাকেন তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, চলুন শুরু করা যাক

১। কম্পিটারের ডিসপ্লে আসছে না, পাওয়ার অন করলে মনিটর মিট মিট করে কিংবা পাওয়ার আসে কিন্তু কিছুই দেখা যায় না।
সমাধান- এর প্রধান সমস্যা হতে পারে এজিপি কার্ড, এজিপি কার্ড না থাকলে মাদারবোর্ডের বিল্ট ইন এজিপি পোর্ট। এজিপি কার্ড বা পিসিআই এক্সপ্রেস কার্ড যদি থাকে সেটি প্রথমে খুলে অন্য পিসিতে লাগিয়ে টেস্ট করেতে হবে। যদি ভালো হয় তাহলে র্যাম চেক করতে হবে, র্যাম এ সমস্যা হলে বীপ পাওয়া যাবে। র্যাম চেক করার পরও ডিসপ্লে না আসলে প্রসেসর টেস্ট করেত হবে। সর্বশেষে টেস্ট করতে হবে মাদারবোর্ড। তবে তার আগে আপনার পাওয়ার সাপ্লাই ঠিকমত কাজ করছে কিনা তাও নিশ্চিত হয়ে নিতে পারেন। এভাবে সব টেস্ট করার মাধ্যমে মূল সমস্যা বের করা সম্ভব হবে।
২। কম্পিউটারের উইন্ডোজ ওপেন হচ্ছে না। ডেস্কটপ আসার আগেই রিস্টার্ট হয়।

জেনে নিন পিসির পাওয়ার সাপ্লাই সম্পর্কিত কিছু বেসিক স্প্যাসিফিকেশন এবং কনসেপ্ট

আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মত আজকেও একটি এক্সক্লুসিভ টিউন নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক পিসির পাওয়ার সাপ্লাই।  আজকে আমরা সহজ ভাবে জানবো এর খুঁটিনাটি।


পাওয়ার সাপ্লাই ইউনিট (PSU) আসলে কি এবং এর কাজ কি??

সহজ ভাবে বলতে গেলে পাওয়ার সাপ্লাই পিসির একটি কম্পোনেন্ট যা 110/220V, AC ভোল্টেজের লাইন থেকে একটি নির্দিস্ট পরিমান পাওয়ার কালেক্ট করে এবং তা DC ভোল্টেজে কনভার্ট করে প্রয়োজন অনুসারে পিসির বিভিন্য কম্পোনেন্ট কে সরবরাহ করে। আমাদের দেশের বেশীর ভাগ মানুষ এটিকে কম গুরুত্বপুর্ন কম্পোনেন্ট হিসাবে গন্য করে কিন্তু আসলে তা না,  এটি অত্যান্ত গুরুত্বপুর্ন একটি পিসি কম্পোনেন্ট, এক কথায় পিসির হার্ট ও বলা চলে। কম্পিউটার কিনার সময় বেশীরভাগ মানুষ সস্তার ৫০০-৬০০টাকা দামের নরমাল পাওয়ার সাপ্লাই লাগায়, কাজ চলে গেলেও আসলে এটি খুবই রিস্কি একটা কাজ যার ফলে আপনার গোটা পিসি ক্ষতিগ্রস্থ হতে পারে, যার কারন গুলো সম্পর্কে পরবর্তিতে আলোচনা করছি। আমার মতে একটু দাম দিয়ে একটি ডিসেন্ট  পাওয়ার সাপ্লাই ইউনিট অবশ্যই লাগানো উচিত।

PSU Rails

আগেই বলেছি পিএসইউ 110/220V, AC ভোল্টেজের লাইন থেকে একটি নির্দিস্ট পরিমান পাওয়ার কালেক্ট করে এবং তা DC ভোল্টেজে কনভার্ট করে প্রয়োজন অনুসারে পিসির বিভিন্য কম্পোনেন্ট কে সরবরাহ করে। কিন্তু পিসির সব কম্পোনেন্ট এক ভোল্টেজে অপারেট করেনা।  পিসির কম্পোনেন্ট গুলো সাধারনত +3.3V, +5V, +12V, -12V, +5VSB (standby) এ অপারেট করে।

বুধবার, ১৬ মার্চ, ২০১৬

কম্পিউটার কেন এবং কিভাবে হ্যাং হয়

আমরা কম্পিউটার-এ কাজ করার সময় তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে Hang বলে থাকি। সকল Hang হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে  নিচে কিছু কারন দেওয়া হলঃ-
→ কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে।
→ কম্পিউটার র‌্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।

সোমবার, ৭ মার্চ, ২০১৬

ইন্টেলের কোর আই সেভেন প্রসেসরঃ অজানা যত কথা

ইন্টেলের সর্বাধুনিক যে প্রসেসরটি এখন সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে কোর আই-সেভেন। নিঃসন্দেহে এই কোর আই-সেভেন বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রসেসর। ইন্টেলের ‘নেহালেম প্রসেসর ডিজাইন’ প্রকল্পের আওতায় এই প্রসেসর উদ্ভাবিত হয়। ডেস্কটপ কম্পিউটারে অস্বাভাবিক দ্রুতগতির এই প্রসেসরের বিভিন্ন খুঁটিনাটি,কোর আই-সেভেনের বিভিন্ন ফিচার, এর গঠন ফর্মুলাসহ নানা অজানা কথা 

 core i7 

ইন্টেল কোর আই-সেভেন

কোর আই-সেভেন ইন্টেলের এক্স৮৬-৬৪ ঘরনার তৃতীয় ডেস্কটপ প্রসেসর। প্রথমটি ছিল ইন্টেল নেহালেম মাইক্রোআর্কিটেকচার প্রযুক্তি ব্যবহার করা ইন্টেল কোর ২

বুধবার, ২ মার্চ, ২০১৬

আপনার পিসি/ল্যাপটপে গোপন ডাউনলোড বন্ধ করুন এক তুড়িতে

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের ব্যবহৃত পিসি বা ল্যাপটপের গোপন ডাউনলোড হওয়া নিয়ে বেশ বিব্রত! দেখা যায় অনিচ্ছায় অনেক কিছু পিসিতে ইন্সটল হয়ে যাচ্ছে, কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না। আজকে চলুন দেখে নিই কিভাবে বন্ধ করবেন এই গোপন ডাউনলোড আর কিভাবেই বা পাবেন এই ঝামেলা হতে পরিত্রাণঃ

আমরা যারা নেট ব্যবহারকারী, অনেক সময় এই গোপন ডাউনলোড সংক্রান্ত বিড়ম্বনায় পরি। অনেক সময় দেখা যায় নিজের অজান্তেই পিসিতে অনেক কিছু ইন্সটল হয়- যা কখনোই চাই নি, আবার অনেক সময় দেখা যায় নিজের অজান্তেই আমাদের ইন্টারনেট এর ব্যান্ডউইথ চলে যাচ্ছে। যারা লিমিটেড নেট ইউজ করেন তাদের জন্য এটা অনেক বড় বিরক্তিকর একটা ব্যাপার। এই ঝামেলা থেকে কিভাবে রেহাই পাবেন তাই আজকের মূল আলোচ্য। এক্সপার্টগণরা তো তুড়ি মেরেই খালাস! যারা জানেন না কি দিয়ে কি করতে হবে অথচ এই ধরণের সমস্যায় পড়ে হাবুডুবু খাচ্ছেন আশা করি তাদের এটি বেশ উপকারে আসবে। তো চলুন মূল প্রসঙ্গে ফিরি,  দেখে নিই কিভাবে কি করতে হবে। অবশ্য বেশি কিছু করতে হবে না। শুধু নিচের টিপসগুলো লক্ষ্য করুনঃ
যারা উইন্ডোজ-৭ ব্যবহার করেনঃ
My Computer>Manage এ ক্লিক করুন

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

শিখেনিন Windows-7 Setup | বাংলা ব্লগ-এ এই প্রথম পূর্ণাঙ্গ বিশ্লেষণ

 যে সকল সম্মানীত মহান ব্যক্তিরা Windows setup করতে পারেন তাঁরা দয়াকরে অন্য কোন কিছু visit কারুন। 
আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে?
আমি এইখানে অনেক সহজ ভাষায় লিখেছি, আনেক ছোট-খাটো বিষয় নিয়েও আলোচনা করেছি তাই লেখাটি অনেক বড়ো হয়েছে। আশা করি ধর্য্য নিয়ে পড়বেন...
Windows-7 setup করার জন্য আপনার Computer/Laptop এ কমপক্ষে যা থাকা প্রয়োজনঃ
  • ১. 1 GHz Processor
  • ২. 512MB RAM
  • ৩. 20GB in C Drive

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

কম্পিউটার সৃষ্টি ও তার ইতিহাস

সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি।

কম্পিউটার কি এবং কম্পিউটার শব্দের অর্থ আমরা কমবেশি সবাই জানি। তারপরও আবারও সবাইকে স্মরণ করিয়ে দেই। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা। এবং কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। গণকযন্ত্র বা কম্পিউটার হল এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কিন্তু বর্তমানে আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।

পৃথিবীর সর্বপ্রাচীন কম্পিউটার গুলো

অ্যাবাকাস

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

ফেসবুকের অশ্লীল ছবির বিরুদ্ধে রিপোর্ট করার নিয়ম

ফেসবুকের অশ্লীল ছবির বিরুদ্ধে রিপোর্ট করার নিয়ম


সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হল ফেসবুক। ফেসবুকে যেমন ভাল মন মানসিকতার মানুষ অাছে, তেমনি বাজে নষ্ট মন মানসিকতার মানুষেরও অভাব নেই।
Fb logo
ফেসবুক ব্যবহার করতে গিয়ে বৃব্রতকর ছবি বা পোস্টের মুখামুখি হন নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিছু নষ্ট মন মানসিকতার মানুষ অাছে যারা ফেসবুকে অাইডি খোলেন শুধু মাত্র বাজে পোস্ট করার জন্য। এইসব মানুষ কারো কোন উপদেশ শোনেনা। ভাল কথা বললে এরা কানে নেয় না।
এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজেদেরকে অারো সজাগ হতে হবে। যেখানেই অশ্লীল ছবি বা পোস্ট দেখবেন সেখানেই রিপোর্ট করবেন।gamer

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

অস্থায়ী কোড দ্বারা লগ ইন, না Two-factor authentication, কোনটা বেশি সুরক্ষিত?

পাসওয়ার্ড ছাড়াই গুগল একাউন্টস এ লগইন!

শিরনাম দেখেই ভাবতে বসেছেন যে এইটা কীভাবে সম্ভব? হাঁ বন্ধুরা এইটাই হতে চলেছে। সম্প্রতি শোনা যাচ্ছে যে গুগল নতুন এক পদ্ধতি বের করতে যাচ্ছে, যাতে পাসওয়ার্ড থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। বিশেষ করে গুগল একাউন্ট গুলোর জন্য। আপনাকে অবশ্যই আপনার ইমেইল ঠিকানা প্রবেশ করাতে হবে। তারপর আপনার মোবাইল ফোন এ একটি বিশেষ অস্থায়ী কোড পাঠানো হবে। জার মাধ্যমে আপনি আপনার একাউন্ট এ লগ ইন করতে পারবেন। গুগল একাউন্টস গুলোর জন্য আপনাকে আর ভিন্ন ভাবে কোনো পাসওয়ার্ড মনে রাখতে হবে না।

পাসওয়ার্ড ছাড়া গুগল একাউন্টস লগইন এ কি কি সুবিধা থাকতে পারে?

MS Word এর Auto Save

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
বন্ধুরা আজ MS Word 2007 এর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য লিখতে বসে গেলাম আশা করি বরাবরের মত আপনাদের অনেক কাজে আসবে। যাহোক কাজের কথায় আসি।আমরা সবাই কম বেশি MS Word এর সাথে পরিচিত। MS Word বিভিন্ন ভার্সন বাজারে বের হয়েছে আজ আমি MS Word 2007 এর একটা গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো আমরা যখন MS Word এ বিভিন্ন বিষয় লেখা লেখি করি তখন অনেক সময় আমাদের লেখা টা সেভ করতে ভুলে যায় যার ফলে যাদের ল্যাপ্টপ বা কম্পিউটারে ইউ পি এস নাই তারা অনেক বিপদের সম্মুখিন হেয়ে থাকি যেমন ধরুন আপনি MS Word এ কিছু লিখছেন আর ভাবছেন যে এই লেখাটা হয়ে গেলে লেখা টা সেভ করে রাখবেন কিন্তু হঠাত কারেন্ট চলে গেল অথবা কোন কারনে আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল যার ফলে আপনার লেখাটার বারোটা তো বেজে গেলই সাথে সাথে আপনি এতক্ষন যা লিখেছিলেন তাও হারিয়ে গেল।