রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

হাসি দিলেই চালু হবে আপনার কম্পিউটার।


আপনার হাসিও হতে পারে অনন্য। হয়তো আপনার মতো সুন্দর হাসি কেউ হাসতে পারে না। এই হাসি দিয়েই কিন্তু ভবিষ্যতে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি। কম্পিউটারের জন্য নতুন এক ধরনের প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন গবেষকেরা। এ প্রযুক্তিতে অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা এবং মুখের বিভিন্ন ভাব চিনতে সক্ষম হবে কম্পিউটার।


বর্তমানে ক্লিক, টাইপ, সার্চ এবং সিরির মতো ভারচুয়াল সহকারী সফটওয়্যারের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে পিসি চালাতে পারেন পিসি ব্যবহারকারী।