বিসমিল্লাহিররাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমি দেখাব কিভাবে কম্পিউটারের প্রসেসরের নাম পরিবর্তন করা যায়। সাধারণত কম্পিউটারে উইন্ডোস দেয়ার পর ডিফল্টভাবে প্রসেসরের যে নাম দেয়া থাকে আপনি চাইলে তা খুব সহজেই যেকোন নামে পরিবর্তন করতে পারবেন। তাহলে দেখা যাক কিভাবে এটি করা যায় ---
প্রথমে আপনার কম্পিউটারের Notepad Software টি open করুন। তারপর নিচের Code টি হুবুহু টাইপ করুন বা Copy-Paste করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor]
"ProcessorNameString"="Intel(techtunes) Core-i9 8.0GHz"
এখন Save করুন আপনার ইচ্ছে মত যে কোন নামে, তবে ফাইলটির এক্সটেনশন অবশ্যই .reg হতে হবে। আমি এখানে File টির নাম দিয়েছি Processor এবং এক্সটেনশনসহ এর নাম দিয়েছি Processor.reg
Save করার পর নিচের চিত্রের মত Processor.reg File তৈরি হবে -
Save করার পর নিচের চিত্রের মত Processor.reg File তৈরি হবে -
তারপর ফাইলটিতে ডাবল ক্লিক করুন অর্থাৎ ফাইলটি রান করান।
এরপর নিম্নের চিত্রগুলো অনুসরণ করুন -
তারপর My Computer এর Properties এ গিয়ে দেখুন পরিবর্তন হয়ে গেছে।
এরপর নিম্নের চিত্রগুলো অনুসরণ করুন -
তারপর My Computer এর Properties এ গিয়ে দেখুন পরিবর্তন হয়ে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন