রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে একজন ইউনিভার্সিটির স্টুডেন্টের একাডেমিক পড়াশোনার পাশাপাশি কি ধরণের প্রস্তুতি নেওয়া উচিত ?

আসসালামু 'আলাইকুম, আমার কিছু মতামত পেশ করছি, আশা করি কাজে লাগতে পারে
১। স্কিল ডেভেলপমেন্ট এর জন্য ইউনিভার্সিটির প্রথম ও দ্বিতীয় বছয় প্রোগ্রামিং কন্টেস্ট এ সময় দিলে ভালো হয়, তখন প্রোগ্রামিং এর প্রতি একটা টান তৈরি হবে এবং প্রব্লেম সলভিং এর মজাটা পাওয়া যাবে। একটা সমস্যা কে কিভাবে ছোট ছোট ভাগে ভেঙ্গে সলভ করতে হয়, কোন সময় কোন ধরণের এলগরিদম ব্যবহার করতে হয়, কখন কম্প্রোমাইজ করতে হয় ইত্যাদি বিষয়ে একটা ভালো ধারণা এই সময় তৈরি হয়। ইউনিভার্সিটি গুলোতে প্রায়ই সিনিয়ররা কিংবা স্যারেরা কন্টেস্ট সংক্রান্ত বুটক্যাম্প বা নিদেনপক্ষে গাইডলাইন সেশন করে থাকেন, সেগুলোতে অংশগ্রহন করা যেতে পারে। যারা CSE/ICT এ পড়ছেন না, তারা সাধারণত ইউনিভার্সিটি থেকে কন্টেস্ট এ অংশগ্রহণ করতে পারেন না - তাদের অনলাইন কন্টেস্ট গুলাতে সময় দিতে হবে। অনলাইন কন্টেস্ট এর জন্য কয়েকট জনপ্রিয় সাইট হলঃ topcoder, codechef, uva, hackerrank

২। এর পরের ২ বছরে একটা নির্দিষ্ট track

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

জেনে নিন কিভাবে খেলবেন ব্লু হোয়েল




 অনলাইন সুইসাইড গেমব্লু হোয়েল এই গেমের ৫০টি ধাপ। সর্বশেষ পরিণতি আত্মহত্যা। লেভেল টাস্কগুলো ভয়ংকর। গেম যত এগোবে, টাস্ক তত ভয়ংকর হতে থাকবে।
প্রথমদিকের টাস্কগুলো মজার হওয়ায় সহজেই আকৃষ্ট হয়ে পড়ে কিশোর-কিশোরীরা। কেউ খেলায় ইচ্ছুক হলে তার কাছে পৌঁছে যায় নির্দেশনাবলি। সেই মতো নির্দেশ বা চ্যালেঞ্জগুলো একে একে পূরণ করে তার ছবি পাঠাতে হয় গেম হ্যান্ডলারকে।


 


প্রথমে সাদা কাগজে তিমি মাছের ছবি এঁকে শুরু হয় খেলা। তারপর

রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

ব্লু হোয়েল - আতঙ্ক নয়, সাবধান হোন। এখনই।



অপূর্বা বর্ধন স্বর্ণা। রাজধানীর ফার্মগেট এলাকার হলিক্রস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির অমিত মেধাবী ছাত্রীটি আত্মহত্যা করেছে। পড়াশোনায় বরাবর সে ছিল ভাল। ইন্টারনেট ব্যবহারেও ছিল পটু। আত্মহত্যার কারণ হিসেবে তার পরিবার বলেছে, ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়ে সে এটা করেছে। যে গেমের শেষ ধাপটিতে গেমসটির কিউরেটর আত্মহত্যা করতে খেলোয়াড়কে প্ররোচনা দেয়।

স্বর্ণাদের সেন্ট্রাল রোডের ৪৪ নম্বর বাসার ৫বি ফ্ল্যাটে এখন স্বজনদের মাতম চলছে।


সম্ভবত এটিই বাংলাদেশে ব্লু হোয়েল গেমসের

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

পেনড্রাইভের গতি বাড়ানোর কিছু কৌশল




পেনড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশড্রাইভ নিমেষেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য স্থানান্তর করা যায়। নিয়মিত ব্যবহারে পেনড্রাইভের গতি কমতে থাকে। পেনড্রাইভের গতি কেন কমে, আর বাড়ানোর কৌশল কী? এসব তুলে ধরা হলো—

 যে কারণে গতি কমে

পেনড্রাইভের বয়স এবং নিয়মিত ব্যবহারে তথ্য স্থানান্তরের গতি প্রতিনিয়ত কমতে থাকে। কোন ধরনের তথ্য পাঠানো হচ্ছে সেটার বিবেচনায় গতি কমে। আবার কম্পিউটারের ইউএসবি পোর্ট ও পেনড্রাইভের সংস্করণের ওপর নির্ভর করে তথ্য ধীরে বা দ্রুত যায়।

ডাউনলোড করে নিন সর্ব কালের সেরা Windows & MS Office Activator


ডাউনলোড করে নিন সর্ব কালের সেরা উইনন্ডোস ও মাইক্রোসফট অফিস  এক্টিভেটর


                                                                নিচের লিংক থেকে

https://drive.google.com/file/d/0By2g9FvNPdVnYjl2S2pDOXNsTmc/view?usp=sharing



শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

অটোরান ভাইরাস পিসি থেকে ডিলিট করুন


আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের ক্ষেত্রে অটোরান ভাইরাস এক মহা সম্যসা । এর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক পদক্ষেপ নেন তবুও যেন এটি আমাদের পিছু ছাড়ে না । অটোরান ভাইরাসের কারণে অনেক সময় ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না বরং অটোরান মেনু আসে । এখন আপনার কম্পিউটার যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন ? অনেকেই এন্টিভাইরাস দিয়ে স্ক্যান দেন ! কিন্তু মজার বিষয় হল এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও বেশিরভাগ সময় ই কাজ হয় না । নিচের নিয়মটি ফলো করুন আশা করি সমাধান হয়ে যাবে ।
নিচে দেয়া কোডটি নোটপ্যাডে কপি পেষ্ট করে Autorun.bat নামে সেভ করুন ।
echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

ডিলিট_হওয়া_ফাইল_ফিরে_পেতে_চান?


মাঝে মাঝে আমরা নিজেদের ভুলে অনেক দরকারি ফাইল ডিলিট করে দেই (shift + del ).। কিন্ত আপনি যদি চান তাহলে খুব সহজে এই ডিলিট করা ফাইল recovery করতে পারবেন ।
আপনি প্রথমে চেক করতে পারেন কিছু অদরকারি ফাইল ডিলিট করে আবার Recovery করে , সফটওয়্যার টা ঠিক মত কাজ করছে কিনা, যেটা আমি করেছি।
নিচের স্টেপ গুলু অনুসরন করে আপনার দরকারি ফাইল ফিরে পেতে পারেনঃ

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

মাইক্রোসফট ওয়ার্ডের সকল কিবোর্ড শর্টকাট

মাইক্রোসফট ওয়ার্ডের সকল কিবোর্ড শর্টকাট


Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।

আসুন জেনে নেয় কীবোর্ডের_ফাংশন_কী_কোনটার_কি_কাজ


কীবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত যে কী আছে সেগুলোকে ফাংশন কি বলা হয় . এখন আসুন জেনে নেয় এই কী গুলোর কোনটা কি কাজ করে .
কীবোর্ড
F1 : সহায়তাকারী কী হিসেবে ব্যবহৃত হয় . F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘ হেল্প ‘ চলে আসে .
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের ( রিনেম ) জন্য ব্যবহৃত হয় . Alt + Ctrl + F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয় . Ctrl + F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায় .
F3 : এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয় . Shift + F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয় .

সোমবার, ১ মে, ২০১৭

নোটপ্যাডের যাদু খুব সহজে নিজেই পরিবর্তন করুন আপনার কম্পিউটারের প্রসেসরের নাম

বিসমিল্লাহিররাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমি দেখাব কিভাবে কম্পিউটারের প্রসেসরের নাম পরিবর্তন করা যায়। সাধারণত কম্পিউটারে উইন্ডোস দেয়ার পর ডিফল্টভাবে প্রসেসরের যে নাম দেয়া থাকে আপনি চাইলে তা খুব সহজেই যেকোন নামে পরিবর্তন করতে পারবেন। তাহলে দেখা যাক কিভাবে এটি করা যায় ---
প্রথমে আপনার কম্পিউটারের Notepad Software টি open করুন। তারপর নিচের Code টি হুবুহু টাইপ করুন বা Copy-Paste করুন।
Windows Registry Editor Version 5.00

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

শিশু সন্তানের কম্পিউটার-ইন্টারনেট ব্যবহারে নিন বিশেষ সতর্কতা



গ্লোবালাইজেশনের এই যুগে কম্পিউটার ও ইন্টারনেট ছাড়া লাইফ কল্পনা করা অসম্ভব। জীবনের প্রয়োজনে আমরা আমাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকেও মোবাইল, কম্পিউটার, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করতে দিচ্ছি। কিন্তু সেই ব্যবহার নিরাপদ তো?
ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পুরো পৃথিবীটাকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসতে পারছি। কিন্তু মনে রাখতে হবে, এই পৃথিবীর ভিতরে ভাল-মন্দ দুটোই আছে। সুতরাং পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় আনতে গিয়ে আপনার সন্তান খারাপ বিষয়গুলোকে হাতের মুঠোয় নিয়ে আসছে না তো? মোবাইল, কম্পিউটার, স্মার্টফোন কিংবা ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে আপনার সন্তান ভুল পথে চলছে না তো? হতেও পারে! আবার নাও হতে পারে।
তাহলে কি আপনার সন্তানকে সঠিক পথে রাখতে মোবাইল, কম্পিউটার, স্মার্টফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করতে দিবেন না? গ্লোবালাইজেশনের এই যুগে এটা একেবারেই অসম্ভব। লেখা-পড়ার প্রয়োজনেই হোক, কিংবা বাহ্যিক জ্ঞান অর্জনের জন্য। কম্পিউটার, স্মার্টফোন কিংবা ইন্টারনেট আপনাকে ব্যবহার করতে দিতেই হবে। নয়তো সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে আপনার সন্তান চলতে পারবে না। অন্যদের থেকে পিছিয়ে পড়বেই।

বুধবার, ১ মার্চ, ২০১৭

র‍্যানসামওয়্যার ঘাতক ভাইরাসের আক্রমন থেকে বাঁচতে চান?




1.Windows 7 : Safe
2.WIndows 8 : Risky 
3.Windows 10 : Safe
4.Linux / Others : Safe 
#so,
যারা Windows 8 এ আছেন তারা অতিদ্রুত আপডেট করে নিন।
#অথবা
Microsoft এর ওয়েবসাইট হতে Security Patch ডাউনলোড করে ইন্সটল করুন।