মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

জেনে নিন কিভাবে খেলবেন ব্লু হোয়েল




 অনলাইন সুইসাইড গেমব্লু হোয়েল এই গেমের ৫০টি ধাপ। সর্বশেষ পরিণতি আত্মহত্যা। লেভেল টাস্কগুলো ভয়ংকর। গেম যত এগোবে, টাস্ক তত ভয়ংকর হতে থাকবে।
প্রথমদিকের টাস্কগুলো মজার হওয়ায় সহজেই আকৃষ্ট হয়ে পড়ে কিশোর-কিশোরীরা। কেউ খেলায় ইচ্ছুক হলে তার কাছে পৌঁছে যায় নির্দেশনাবলি। সেই মতো নির্দেশ বা চ্যালেঞ্জগুলো একে একে পূরণ করে তার ছবি পাঠাতে হয় গেম হ্যান্ডলারকে।


 


প্রথমে সাদা কাগজে তিমি মাছের ছবি এঁকে শুরু হয় খেলা। তারপর

রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

ব্লু হোয়েল - আতঙ্ক নয়, সাবধান হোন। এখনই।



অপূর্বা বর্ধন স্বর্ণা। রাজধানীর ফার্মগেট এলাকার হলিক্রস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির অমিত মেধাবী ছাত্রীটি আত্মহত্যা করেছে। পড়াশোনায় বরাবর সে ছিল ভাল। ইন্টারনেট ব্যবহারেও ছিল পটু। আত্মহত্যার কারণ হিসেবে তার পরিবার বলেছে, ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়ে সে এটা করেছে। যে গেমের শেষ ধাপটিতে গেমসটির কিউরেটর আত্মহত্যা করতে খেলোয়াড়কে প্ররোচনা দেয়।

স্বর্ণাদের সেন্ট্রাল রোডের ৪৪ নম্বর বাসার ৫বি ফ্ল্যাটে এখন স্বজনদের মাতম চলছে।


সম্ভবত এটিই বাংলাদেশে ব্লু হোয়েল গেমসের