পেনড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশড্রাইভ নিমেষেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য স্থানান্তর করা যায়। নিয়মিত ব্যবহারে পেনড্রাইভের গতি কমতে থাকে। পেনড্রাইভের গতি কেন কমে, আর বাড়ানোর কৌশল কী? এসব তুলে ধরা হলো—
যে কারণে গতি কমে
পেনড্রাইভের বয়স এবং নিয়মিত ব্যবহারে তথ্য স্থানান্তরের গতি প্রতিনিয়ত কমতে থাকে। কোন ধরনের তথ্য পাঠানো হচ্ছে সেটার বিবেচনায় গতি কমে। আবার কম্পিউটারের ইউএসবি পোর্ট ও পেনড্রাইভের সংস্করণের ওপর নির্ভর করে তথ্য ধীরে বা দ্রুত যায়।