মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

পেনড্রাইভের গতি বাড়ানোর কিছু কৌশল




পেনড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশড্রাইভ নিমেষেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য স্থানান্তর করা যায়। নিয়মিত ব্যবহারে পেনড্রাইভের গতি কমতে থাকে। পেনড্রাইভের গতি কেন কমে, আর বাড়ানোর কৌশল কী? এসব তুলে ধরা হলো—

 যে কারণে গতি কমে

পেনড্রাইভের বয়স এবং নিয়মিত ব্যবহারে তথ্য স্থানান্তরের গতি প্রতিনিয়ত কমতে থাকে। কোন ধরনের তথ্য পাঠানো হচ্ছে সেটার বিবেচনায় গতি কমে। আবার কম্পিউটারের ইউএসবি পোর্ট ও পেনড্রাইভের সংস্করণের ওপর নির্ভর করে তথ্য ধীরে বা দ্রুত যায়।

ডাউনলোড করে নিন সর্ব কালের সেরা Windows & MS Office Activator


ডাউনলোড করে নিন সর্ব কালের সেরা উইনন্ডোস ও মাইক্রোসফট অফিস  এক্টিভেটর


                                                                নিচের লিংক থেকে

https://drive.google.com/file/d/0By2g9FvNPdVnYjl2S2pDOXNsTmc/view?usp=sharing



শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

অটোরান ভাইরাস পিসি থেকে ডিলিট করুন


আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের ক্ষেত্রে অটোরান ভাইরাস এক মহা সম্যসা । এর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক পদক্ষেপ নেন তবুও যেন এটি আমাদের পিছু ছাড়ে না । অটোরান ভাইরাসের কারণে অনেক সময় ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না বরং অটোরান মেনু আসে । এখন আপনার কম্পিউটার যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন ? অনেকেই এন্টিভাইরাস দিয়ে স্ক্যান দেন ! কিন্তু মজার বিষয় হল এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও বেশিরভাগ সময় ই কাজ হয় না । নিচের নিয়মটি ফলো করুন আশা করি সমাধান হয়ে যাবে ।
নিচে দেয়া কোডটি নোটপ্যাডে কপি পেষ্ট করে Autorun.bat নামে সেভ করুন ।
echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q